এসএসসি ২০২৪ পরীক্ষায় শতভাগ সাফল্য! মোট শিক্ষার্থী ৫২ জন, পাশের হার ১০০%, জিপিএ ৫ ৫৩.৮৪%
এসকেএস স্কুল এ্যান্ড কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি চলছে।
→ আবেদনের ন্যূনতম যোগ্যতা-
→ বিজ্ঞান বিভাগ : ৩.৫০
→ মানবিক বিভাগ : ৩.০০ এবং
→ ব্যবসায় শিক্ষা বিভাগ : ৩.০০
→ ভর্তির সমস্ত তথ্য বোর্ডের ওয়েবসাইটে উল্লেখ আছে।
→ এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের টিউশন ফি সম্পূর্ণ ফ্রি।
আমাদের বৈশিষ্ট্য-
→ নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন।
→ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা।
→ রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশ।
→ কেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজ সেরা?
→ গাইবান্ধায় প্রথম আধুনিক, মনোরম ও পরিচ্ছন্ন ক্যাম্পাস।
→ মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম।
→ সমৃদ্ধ লাইব্রেরি।
→ সমৃদ্ধ বিজ্ঞানাগার ও আইসিটি ল্যাব।
→ কার্ড পাঞ্চের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিতকরণ।
→ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের সুবিধা। (এসকেএস ফাউণ্ডেশনের পক্ষ থেকে ১০০ জন ছাত্রছাত্রীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান)।
→ সাংস্কৃতিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব প্রদান।
→ সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ক্যাম্পাস পর্যবেক্ষণ।
→ দূর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা।
→ নিজস্ব পরিবহন সুবিধা।
→ নিজস্ব ক্যান্টিনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা।
→ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। এসকেএস হাসপাতালের পক্ষ থেকে শিক্ষার্থী, তার পিতা-মাতা ও ভাই-বোনদের জন্য রয়েছে ৪০% ছাড়ের সুবিধা।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-
এসকেএস স্কুল এ্যান্ড কলেজ, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা। মোবাইলঃ ০১৭০১-৬৭২২২১, ০১৭৩০-০৭২৫৭৬
ই-মেইলঃ skssc.bd@gmail.com, ওয়েবসাইটঃ www.skssc.edu.bd