এসকেএস স্কুল এন্ড কলেজ

SKS School & College

SKSSC at a glance

01.

কলেজ মটো

:

Enlightening the Generations

02.

প্রতিষ্ঠাকাল

:

01/12/2017

03.

পরিচালনা ও অর্থায়ন

:

প্রতিষ্ঠানটি এসকেএস ফাউন্ডেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে পরিচালিত। কোনো রকম সরকারি অর্থ বা অনুদান নেয়া হয় না।

04.

অধ্যক্ষ

:

মোঃ আব্দুস সাত্তার, প্রাক্তন অধ্যক্ষ, সৈয়দপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ।

05.

উপাধ্যক্ষ

:

ড. অনামিকা সাহা, প্রাক্তন উপাধ্যক্ষ, ভারতেশ^রী হোমস্, মির্জাপুর, টাংগাইল।

06.

শ্রেণি ও শিক্ষার স্তর

:

প্রাথমিক শাখা: প্লে-৫ম শ্রেণি

নি¤œ মাধ্যমিক শাখা: ৬ষ্ঠ-৮ম শ্রেণি

মাধ্যমিক শাখা: ৯ম-১০ম শ্রেণি

কলেজ শাখা: ১১শ-১২শ

07.

শিক্ষার্থী সংখ্যা

:

স্কুল শাখা: ৯৬৭ জন

কলেজ শাখা: ২৩৩ জন

08.

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী

:

শিক্ষক: ৪২ জন

কর্মকর্তা-কর্মচারী: ৩৫ জন

09.

ভবণ সমূহ

:

স্কুল ভবন: ৫০০০০ স্কয়ার ফিট এর ৩০শ্রেণিকক্ষ বিশিষ্ট ১টি ভবন।

কলেজ ভবন: ১৯০০০স্কয়ার ফিট এর ১৩ শ্রেণি কক্ষ বিশিষ্ট ১টি ভবন।

10.

ব্যবস্থাপনা ও পরিচালনা

এসকেএস স্কুল এ্যান্ড কলেজের ১জন অধ্যক্ষ ১জন উপাধ্যক্ষ, ১জন এ্যাডমিন অফিসার,৪১জন তরুন প্রভাষক ও শিক্ষক এবং ৩৬জন কর্মকর্তা-কর্মচারী মিলে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

11.

শিক্ষার মাধ্যম

:

বাংলা ভার্সন (ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী)

12.

বিভিন্ন সুবিধা

:

  • শিক্ষার্থীদের স্মার্ট ওউ কার্ড সুবিধা, যার মাধ্যমে অভিভাবক তাৎক্ষণিক উপস্থিতি অনুপস্থিতির মেসেজ পায়।
  • ডিজিটাল ক্লাস রুম সুবিধা।
  • গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এসকেএস ফাউÐেশনের “বঙ্গবন্ধু বৃত্তি” লাভের সুবিধা।
  • শিক্ষার্থী ও তার অভিভাবকের ৪০% ছাড়ে এসকেএস হাসপাতালে চিকিৎসা সুবিধা।
  • এসকেএস ইন এ বিনামূল্যে সপ্তাহে একদিন প্রবেশ এর সুযোগ।
  • গাইবান্ধা শহর থেকে চার পাশে ২০ কিমি দূরত্ব পর্যন্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থা।
13.

রোভার স্কাউট ও শিক্ষার্থী সংসদ

:

এসকেএস স্কুল এ্যান্ড কলেজ রোভার স্কাউট ও শিক্ষার্থী সংসদ গ্রপ নানাবিধ সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে।

14.

আমাদের বৈশিষ্ট্য

:

  • বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণে শিক্ষার্থীদের মানসিক ভাবে প্রস্তুত করা।
  • অপেক্ষাকৃত কম মেধাবীদের দিয়ে ভালো ফলাফল অর্জন।
  • শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও সহশিক্ষার সাফল্য নিশ্চিত করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।
  • শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করা হয়।
15.

বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদযাপন 

:

  • এসকেএস স্কুল এ্যান্ড কলেজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবস যেমন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৭ মার্চ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস,জাতীয় শোক দিবস, বিজয় দিবস ইত্যাদি পালন করে আসছে। এছাড়াও পিঠা উৎসব, বর্ষবরণ, রবীন্দ-নজরুল জয়ন্তী,বিজ্ঞান মেলা ইত্যাদির আয়োজন করে থাকে। বিভিন্ন সচেতনতা,মূলক কার্যক্রমেও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে।
16.

সহশিক্ষা কার্যক্রম

:

  • প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১১টি (নাচ, গান, আবৃত্তি, অভিনয়, বিজ্ঞান, গণিত ল্যাংগুয়েজ, বিতর্ক, আর্ট,কম্পিউটার, হাতের লেখা,)  ক্লাব পরিচালিত হয়। প্রতি সপ্তাহে একদিন শিক্ষার্থীরা ক্লাব কার্যক্রমে অংশগ্রহণ করে।
  • বির্তক, বাৎসরিক সাংস্কৃতিক, ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন।
  • প্রতি বছর নিয়মিত বার্ষিকী “নবোদয়” প্রকাশনা।
  • উপজেলা-জেলা-বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার অংশ গ্রহণ।
  • শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফর, আনন্দ ভ্রমন এর আয়োজন। 
17.

শিক্ষাক্ষেত্রে সাফল্য

:

  • এসকেএস স্কুল এ্যান্ড কলেজ ২০১৮ সালে PECE পরীক্ষায় ৪১ জনের মধ্যে ৩৫ জনের GPA-৫.০০ পাওয়ার সাফল্য অর্জন করে। 
  • 2022 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে।
  •  2023 সালের এসএসসিতে ১৪৬ জনের মধ্যে ৮৩জন এচঅ-৫.০০  সহ শতভাগ পাশের সাফল্য অর্জন করে।
  •  কলেজ শাখা প্রতিষ্ঠার প্রথম বছরেই শতভাগ পাশের সাফল্য অর্জন করে।
18.

সহশিক্ষা কার্যক্রমে সাফল্য

:

  • প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই এসকেএস স্কুল এ্যান্ড কলেজ সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের ধারা বাহিকতা বজায় রাখছে। ২০২২ সালে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে ২৮জন প্রথম স্থান, জেলা পর্যায়ে ১৯জন প্রথম স্থান এবং বিভাগীয় পর্যায়ে ২জন প্রথম স্থান অর্জন করে।
  • জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ রবীন্দ্র সংগীতে জাতীয় পর্যায়ে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিয়া আমিন নুবাহ দ্বিতীয় স্থান অর্জন করে।
  • 2023 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ সহ অন্যান্য প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ৩২জন প্রথম স্থান, জেলা পর্যায়ে ৩২জন প্রথম স্থান এবং বিভাগীয় পর্যায়ে ২জন প্রথম স্থান লাভের গৌরব অর্জন করে।